SSC Scam: নিয়োগ দুর্নীতির টাকা ভিন রাজ্যে, হোটেল ব্যবসায় বিপুল টাকা বিনিয়োগ কুন্তলের!

SSC Scam: তদন্তকারীদের জানার বিষয় হল ওই টাকা কোথা থেকে পেলেন কুন্তল। ওই টাকা আসলে কুন্তলের টাকা নাকি অন্য কারও টাকা। নাকি ওই টাকা কুন্তলের মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে।  একথা মাথায় রেখেই ওই হোটেল গ্রুপে কর্ণধারকে নোটিস পাঠিয়েছে ইডি। তাঁকে জিড্ঞাসাবাদ করে চায় ইডি। 

Generated by Feedzy