Nandini Chakraborty: রাজ্যপালের সচিবের পদ থেকে কেন সরানো হল নন্দিনীকে, সামনে এল গুরুতর অভিযোগ

কিছুদিন আগে পর্যন্ত পর্যটন দফতরেরই প্রধান সচিব পদে কর্মরত ছিলেন নন্দিনী চক্রবর্তী। এরপর তাঁকে বদলি করা হয় রাজ্যপালের প্রধান সচিব পদে। ফের নিজের পুরনো দফতরে ফিরলেন রাজ্যের এই মহিলা IAS অফিসার। তবে প্রধান সচিব নয়, এবার বিশেষ সচিব হিসেবে কাজ করবেন তিনি।

Generated by Feedzy