Madhyamik Examination: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাত্রা স্বছন্দ করতে একগুচ্ছ পরিকল্পনা রেল-রাজ্যের

জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র এবং সেখান থেকে ফের বাড়ি আসায় কোনও সমস্যা না হয় তাঁর জন্য রেল-রাজ্য যৌথভাবে একগুছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এরকম পদক্ষেপ প্রতি বছরই নেওয়া হয়ে থাকে। এই বছর বাড়তি যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা হল সরকারি বাস পরিবহণ। অর্থাৎ ডব্লিউবিটিসি-এর প্রতিটি ডিপোতে সমস্ত কর্মীর মধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ছুটি বাতিল করা হয়েছে। 

Generated by Feedzy