Koushani Mukherjee: ‘বনি নিয়ে গিয়েছিল, কুন্তলের থেকে পারিশ্রমিক নিয়ে একবারই ইভেন্ট করেছি’

 বনির মাধ্যমে কুন্তল ঘোষের সঙ্গে আলাপ কৌশানি মুখোপাধ্যায়ের। তবে বনি গাড়ি কীভাবে কিনেছে সেটা জানতাম না বলে জানিয়েছেন অভিনেত্রী। এদিন জি ২৪ ঘণ্টাকে কৌশানি জানান, বনির মাধ্যমে কুন্তল ঘোষের সঙ্গে আলাপ তাঁর। বনি গাড়ি কীভাবে কিনেছে সেটা জানতাম না। বনি সেনগুপ্তর বান্ধবী কৌশানির দাবি, ‘কুন্তল ঘোষকে আমি একবারই দেখেছি বনির মাধ্যমে। তারপর একটা ইভেন্ট করেছি। সন্ধেবেলা আমার পিএ গিয়ে পেমেন্ট নিয়েছে। ব্যস। সে তো আর গলায় প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াবে না যে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত আছি আমার টাকা নিও না।’ 

Generated by Feedzy