Gariahat Money Seized: টাকার পাহাড়ের খোঁজ গাড়িতে, গ্রেফতার ২; জিজ্ঞাসাবাদ মালিককে

গাড়ির নম্বরের সূত্র ধরে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন যে গাড়ির মালিকের নাম নিশীথ রায়। লেকটাউনের বাঙুর এলাকায় তাঁর বাড়ি বলে জানা গিয়েছে। গাড়ির চালক এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেও নিশীথ রায়ের কথা জানা যায়। বর্তমানে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই টাকার সঙ্গে তাঁর অথবা তাঁর ব্যবসার যোগ আছে কিনা সেই বিষয়ে জানার জন্য। 

Generated by Feedzy