Fake MLA: ভুয়ো আইএএস, সিবিআই অফিসারের পর এবার বিধানসভাতেই ভুয়ো বিধায়ক!

বিধানসভায় নিজেকে একবার গজানন শর্মা বলে পরিচয় দেন তো একবার গজানন বন্দ্যোপাধ্যায় বলেন। এরপরেই পুলিসের হাতে পাকড়াও ভুয়ো এমএলএ। তবে বিধানসভার মূল গেট পেরিয়ে কী করে তিনি ভিতরে ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন বিধানসভার লবিতে তিনি ধরা পড়েন। পুলিস সূত্রে জানা গেছে, তাঁকে হেয়ার স্ট্রিট থানার হেফাজতে তুলে দেওয়া হয়েছে। 

Generated by Feedzy