Drug Racket Busted by STF: ছাগল ব্যবসার আড়ালে মাদকের কারবার, বিধাননগরে গ্রেফতার দম্পতি; উদ্ধার কোটি টাকার মাদক

বুধবার দুপুরের পরে এই বিষয় পরিষ্কার হয়ে যায় যে যারা এই বাড়িতে যাতায়াত করছেন তাঁদের সঙ্গে কোনও না কোনও জায়গায় মাদক পাচার চক্রের যোগ থাকলেও থাকতে পারে। এই সন্দেহের জায়গা ধরে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এই বাড়িতে এসটিএফ-এর একটি ১৪ জনের টিম এসে পৌঁছায়। তাঁদের হাতে প্রিন্টার, স্ক্যানার সহ সমস্ত যন্ত্র ছিল। এরপরেই বেরিয়ে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

Generated by Feedzy