DA Strike | Kaizer Ahmed: কাইজারের হুমকির পাল্টা এবার সুর চড়ালেন ডিএ আন্দোলনের কর্মীরা

হুঁশিয়ারি দিয়েও পরে ডিএ আন্দোলনকারিদের প্রতি সুর নরম করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু ২৪ ঘণ্টা আগেই নতুন করে হুমকি এসেছে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের থেকে। বলা হয়েছে, ডিএ আন্দোলনকারিদের মাংস খাওয়ালে হবে না। ওদের চাপে রাখতে হবে।

Generated by Feedzy