Call Center Fraud: বিদেশি নাগরিকদের প্রতারণা, ভুয়ো কল সেন্টার কাণ্ডে গ্রেফতার অ্যাকাউন্ট প্রোভাইডার

পুলিস সূত্রে খবর, ১৬ ফেব্রুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভের ডিএন ব্লকে ‘উই কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড’ নামের একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সেখান থেকে সংস্থার কর্ণধার সুমিত মাঝি, হাফিজুর রহমান সরদার সহ ১১ জনকে গ্রেফতার করে পুলিস।

Generated by Feedzy