Bonny Sengupta|SSC Scam: ‘নিয়োগ দুর্নীতিতে যুক্ত নই’, অভিযুক্ত কুন্তলের টাকা ফেরালেন বনি-সোমা

কুন্তলের অ্যাকাউন্টে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ট্রান্সফার করলেন সোমা চক্রবর্তীর। বনি সেনগুপ্ত পাঠালেন ৪৪ লাখ টাকা। তবে এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরাসরি বনি সেনগুপ্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও মুখ খুললেন পিয়া সেনগুপ্ত। তিনি জানান, এই সিদ্ধান্ত বনির একান্ত নিজস্ব। ইডির চাপে বা নির্দেশে সে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয়। 

Generated by Feedzy