BC Roy Hospital:: ফের শিশুমৃত্যু বিসি রায় হাসপাতালে, রিপোর্টে লেখা নিউমোনিয়া

অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বেগ, সঙ্গে আবার বাড়ছে শিশুমৃত্যুও। দুদিন আগেও কলকাতায় বিসি রায় হাসপাতাল ও মেডিক্যাল কলেজে মৃত্যু হয় আরও ২ জনের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিউমোনিয়ার আক্রান্ত হয়েছিল দু’জনেই। কিন্তু কোন ভাইরাসের কারণে নিউমোনিয়া সংক্রমণ, তা স্পষ্ট করে জানানো হয়নি।

Generated by Feedzy