Baguiati: নাগেরবাজারের বাড়িতে তন্ত্রসাধনা, পাচারচক্র? পলাতক মূল অভিযুক্ত

এই পলাতক সৌরভ চৌধুরিই  কর্ম কাণ্ডের মূল পাণ্ডা বলে জানতে পেরেছেন বনদফতরের আধিকারিকরা। জেরায় ধৃতরা আরও দাবি করে, বছর দেড়েক আগে গুরুজি ( সৌরভকে গুরু জি বলে ডাকা হয়) হরিণের চামড়ার, সিং মাথার খুলি এইসব নিয়ে এসেছিল। ডানলপের এক ব্যক্তির কাছ থেকে সেগুলো আনা হয় বলে প্রাথমিক তদন্তে ধৃতরা দাবি করে। 

Generated by Feedzy