Arabul Islam: ফের বেপরোয়া গতির শিকার! মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আরাবুল-পুত্রের বিরুদ্ধে

বৃহস্পতিবার রাতে ঘটনার পরে হাকিমুলকে ওই এলাকা থেকেই গ্রেফতার করে পুলিস। বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ সাইন্স সিটির দিক থেকে চিংরিহাটার দিকে যাচ্ছিল গাড়িটি। বাইপাসের মেট্রোপলিটান সিগনাল থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় উল্টো দিকের লেনে ঢুকে যায় গাড়ি। চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরাবুলের ছেলের গাড়ির।

Generated by Feedzy