ডিএ-র দাবিতে অনড়, নবান্নের ‘সার্ভিস ব্রেক’-এর রক্তচক্ষু উপেক্ষা করে পেনডাউন সরকারি কর্মীদের

রাজ্যের তরফে জানানো হয়েছে, কয়েকটি নির্দিষ্ট কারণ ছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারি যে সরকারি কর্মচারীরা ‘ছুটি’ নেবেন, তাঁদের ক্ষেত্রে ওই দু’দিন ‘ব্রেক ইন সার্ভিস’ বলে বিবেচনা করা হবে। সেইসঙ্গে শোকজ নোটিস জারি করবে রাজ্য সরকার।

Generated by Feedzy