কলকাতার বুকে অমানবিক চিত্র, আবর্জনার স্তূপে সদ্যোজাতর দেহ খাচ্ছে কাক

আবর্জনা স্তুপে রয়েছে এক সদ্যোজাতর দেহ। যে দেহ ছিঁড়ে খাচ্ছে কাক। এই ঘটনাটি ঘটে সরশুনা থানা এলাকার শকুন্তলা পার্কে। স্থানীয়রা দেখে, রাস্তার ধারে আবর্জনাস্তুপ- এর মধ্যে এক সদ্যজাতর দেহ পড়ে রয়েছে। এদিন সকালে তা প্রথম দেখতে পায় পথচারীরা।

Generated by Feedzy